মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
এনামুল হক আলম মৌলভীবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির রাজু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী,ফয়ছল আহমদ,মশিকুর রহমান মশিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।