জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ ।।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর বেপারীপাড়া সংলগ্ন এলাকায় রাজিব বাসের সাথে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়ী চালক আবু সাঈদ (২৮) মারা গেছেন। এবং ওষধ কোম্পানীর অপর দুইজন প্রতিনিধি আহত হয়েছেন। আতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিতভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরা গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছে পিকাপ ভ্যান হতে লাশ উদ্ধার করে ও স্হানীয় জনতা আহতদেরকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।