সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ভিয়েনার রাস্তায় মানববন্ধন।
রিপোর্টঃ সৈয়দ নুর আলম বাদশা
সম্পাদক-প্রকাশকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট ২০২৪) বিকেলে ভিয়েনার ২০ নম্বর ডিস্ট্রিক্ট-এলাকায় রাস্তায় মানববন্ধন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীগণ।
এই মানববন্ধনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। চেপে বসা অপশক্তির সরকার তাদের দোসরদের দিয়ে এই অসত্য মামলা করছে।
জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন সমৃদ্ধির পথে অধম্য গতিতে এগিয়ে চলছিল তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাংচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সরকারী-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দিয়েছে।
বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে চেপে বসা সরকার।
আমরা এইসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর নির্যাতন, হত্যা বন্ধের দাবি জানাই। আমরা পরিস্কার করে বলেদিচ্ছি, গণমানুষের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যথায় পরিণতি ভালো হবে না।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, এমরান হোসেন, শফিকুর রহমান বাবুল, মিছবাহুল আরিফ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আমিনুল ইসলাম কাঞ্চন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আরিফ রশিদ, সিরাজ চৌধুরী, ছাত্রলীগ নেতা ফকীর রাসেল আহমেদ প্রমুখ।