দুর্ভোগে কৃষকরা খাস জমি উদ্ধার করে কালভার্ট নির্মাণের দাবিতে কৃষকদের – মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!
মো. তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে খাস জমি অবৈধ দখলধারীদের হাত থেকে উদ্ধার ও কালভার্ট নির্মানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
জানা যায়, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মোঃ আজিজুর রহমান রত্তন মাস্টার প্রভাব খাটিয়ে প্রায় ১.৭৫ শতাংশ খাস জমি জিনবুনিয়া খালের মাথায় অবৈধ ভাবে দখল করে পুকুর খনন করে মাছ চাষ করে ভোগদখল করে আসছে। আজিজুর রহমান রত্তন মাস্টারের বাড়ি সংলগ্ন ২৪ নং গাজীপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ১৬ নং দাগের জিনবুনিয়া খালের উত্তর মাথায় ৫৪/১ নং পোল্ডারের ওয়াপদা বেড়ি বাধের উপরে কালভার্ট নির্মান ও অবৈধ দখলদারি থেকে উদ্ধার করে পানি নিষ্কাশনের জন্য ওই এলাকার প্রায় দু’শত কৃষকরা এমন অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী কৃষকরা।
মানববন্ধনে শফিকুল ইসলাম, জাকির হোসেন, মজিবর মৃধা, জহিরুল মৃধা ও বাতেন দেওয়ান সহ একাধিক কৃষক তাদের বক্তব্যে বলেন, অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে পুকুর খনন করে মাছ চাষ বন্ধ করতে হবে। যেই জমি দখল করে মাছ চাষ করে আসছে ওই পুকুরের মধ্যে দিয়ে পানি চলাচলের জন্য খাল ছিলো। খাল বন্ধ করে দিয়ে তিনি ভোগ দখল করে আসছে। এর আগেও ২০১১ সালেও আমরা কৃষকরা সম্মিলিতভাবে গণস্বাক্ষর দিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তার ক্ষমতাবলে আমরা সুষ্ঠু সমাধান পাইনি। কিছু অসাধু ব্যক্তির সম্পৃক্ততায় আমরা পানি নিষ্কাশনের জন্য কালভার্ট পাইনি। আমরা আমতলী উপজেলা প্রাশাসনের কাছে কালভার্ট নির্মান ও খাস জমি অবৈধ দখলের সুষ্ঠু সমাধান চাই।
অভিযুক্ত আজিজুর রহমান ( রত্তন মাস্টার) সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, এসকল অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনিও এসকল বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত আশা করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।