 
						সতর্ক বার্তা! সতর্ক বার্তা! সতর্ক বার্তা! সতর্ক বার্তা!
সারাদেশের মানুষের জন্য। 
রিপোর্টঃ- বার্তাঃ সম্পাদক।
স্বাভাবিক না হলে ফারাক্কা বাঁধ খুলে দেবে ভারত!
যা একদিনে বাংলাদেশে ঢুকতে পারে- ১১ লাখ কিউসেক পানি, তবে কেউ ১১ লাখ সংখ্যাটা দেখে আতঙ্কিত হবেন না, ১ কিউসেক পানি= ২৮.৩২ লিটার, সেই অনুযায়ী ১১ লাখ কিউসেক মানে দাঁড়ায় ৩১.১৫২.০০০ লিটার পানি, তাই আতঙ্কিত না হয়ে- সতর্কতা অবলম্বন জরুরী।
খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলা’কে সতর্ক অবস্থানে থাকুন। প্রয়োজনীয় আসবাবপত্র, শুকনা খাবার, মোমবাতি বা হারিকেন, প্রস্তুত রাখতে পারেন! যে কোন মুহুর্তে এ-সকল এলাকা প্লাবিত হতে পারে।
আবার ঐদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থাও শোচনীয় পর্যায়ে, যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাঁধকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে! এমতাবস্থায় রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে।
বিঃ দ্রঃ ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে, সকলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ছাড়া এই বিপদে আর কেউ নেই।
নির্দেশক্রমেঃ-
সৈয়দ নুর আলম বাদশা
 সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ। 
সহকারী মহাসচিব
আন্তঃর্জাকিত মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থা
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। ঢাকা,বাংলাদেশ ।
 
													