শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত। মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে ! ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পুনর্গঠিত নতুন কার্যকরী কমিটি প্রথম সভা

বাংলাদেশের জন্য ঝুলিয়ে দিয়েছে ইন্টারপোলের রেড নোটিশ,একে একে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা!

ইতি মধ্যেই বাংলাদেশের জন্য ঝুলিয়ে দিয়েছেন ইন্টারপোলের রেড নোটিশ,একে একে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা!

সৈয়দ নুর আলম বাদশা
প্রতিবেদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বেশিরভাগে নামের পাশে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। তারপরও একে একে মুক্তি পাচ্ছেন ঢাকাসহ দেশের শীর্ষ সন্ত্রাসীরা। এরইমধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন। যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে।
এতে উদ্বিগ্ন প্রকাশ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ আরও বাড়বে, অবনতি হতে পারে আইনশৃঙ্খলার ব্যবস্থারও। অবশ্য, কারা কর্তৃপক্ষের দাবি-নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। অনুসন্ধানী এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সেসময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গত ১৩ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধডজন হত্যা মামলার এই আসামি। এর দু’দিন আগে ছাড়া পেয়েছেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ৩৬ মামলার আসামি নাছির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯টি হত্যাসহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম।
এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মত সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তাও হন কয়েকজন। যাদের বেশিরভাগে নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জানান, জামিন ছাড়া কেউ যেতে পারবে না। যারা যারা গিয়েছেন, সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারি সংস্থাগুলো। দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে, মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।
অপরাধ বিশ্লেষক ড. হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলার আসামি হিসেবে জামিনে বেরিয়ে আসে আবার হত্যা করেছে। এটা প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি। আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে, তাদের ক্ষেত্রে-তো শুধুমাত্র হত্যা হয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের সঙ্গেও জড়িত। চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাতে করে তো, দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার-ই অবনতির একটা আশঙ্কা আমরা করছি।’
শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে, এই বিষয়টি নিয়ে পুলিশ-র‍্যাবের উর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন বলে এই প্রতিবেদনে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এসব অপরাধীদের গণহারে মুক্তি। ছাত্ররা যে স্বপ্ন বুকে নিয়ে আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তা হাতছাড়া হতে পারে এসব অপরাধীদের অপরাধ কর্মকান্ডের ফলে। এদিকে চট্টগ্রামে শিবির নাসির একক আধিপত্য বিস্তার করে পুরো চট্টগ্রামের কিং হিসেবে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। ফলে শিবির নাসির একক আধিপত্য বিস্তার করে মাঠে থাকায় শিবির কর্মীরা ফুরফুরে মেজাজে থাকলেও বিএনপির সাধারণ নেতাকর্মীদের মাঝে বেশ আতংক ছড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের দাপুটে নেতা আ জ ম নাছির উদ্দীন, হেলাল আকবর চৌধুরী বাবরের মতো সাহসী নেতারা মাঠে না থাকায় জামায়াত শিবিরের নাসির এখন বলা যায় চট্টগ্রামের কিং অব মাফিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page