রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষ উদ্বোধন কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রিকশাচালক বাবার দুই ‘রাজকন্যা’র স্বপ্নপূরণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুশরা ও তৃষা ঝিনাইদহ কালীগঞ্জে জমি নিয়ে প্রতারণা ভাগ্নের সাথে মামার। সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল কালীগঞ্জে জমির মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জনগণের মুক্তির প্রত্যাশা অপরাধ ও জঙ্গী উত্থানের অবসান ঘটাতে শেখ হাসিনাকেই চায় বাংলাদেশ আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন ভেড়ামারার কৃতি সন্তান
কবি মোছা: শারমিন মল্লিক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

১৬ই জুলাই দুপুর আনুমানিক দুই থেকে তিনটার মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করেনি। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলো। পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছুড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশের সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। এই শহীদ আবু সাঈদ কে নিয়ে কবিতা লিখলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান কবি মোছা: শারমিন মল্লিক।

কবিতা
আবু সাঈদ।

কবির নাম
মোছা: শারমিন মল্লিক

আবু সাঈদ, 
তুমিতো ঋতুরাজ হেমন্ত 
তাই তুমি চির অমর জীবন্ত, 
তুমিতো শিল্পী মুনির খানের গান 
তাই তুমি বাঁচিয়েছ বাংলার প্রাণ।

আবু সাইদ, 
তুমি জেগে আছো এই বাংলার পটে
তোমার পদধূলি আমরা নিয়েছি লুটে, 
তুমি এই বাংলার চির সম্মান 
তাই তোমাকে করবে আল্লাহ উচ্চ মাকাম দান। 

আবু সাঈদ,
তুমি এই বাংলাকে করেছ উদ্ধার 
মুগ্ধ ইয়ামিন আর কত মায়ের জবার,
এই বাংলা তোমার কাছে কত ঋণী
তাই তোমার স্মরণে দিপ জ্বলবে  চিরদিনি।

আবু সাঈদ, 
তোমার স্মৃতি বুকে ধরে রাখবো চিরকাল 
সারা বাংলা পথে-ঘাটে রক্তে লালে লাল, 
তুমি আমার বাগানের শ্রেষ্ঠ ফুল 
স্বৈরাচারী সরকার বুঝুক তাদের ভুল। 

আবু সাঈদ, 
তুমি তো মুমেন মুমেনাতের অটুট বন্ধন 
তাই তোমার স্মরণে করি আনন্দের ক্রন্দন, 
তুমি তোমার বোনের মেহেদী রাঙানো হাত 
তাই তুমি এনে দিয়েছো রক্তিম প্রভাত। 

আবু সাঈদ,
তুমি কী জানো তুমি কত মহান পবিত্রদয় 
তুমি মহিমানিত্ব অসাধ্য অদ্ভুত বিশাল বিচিত্রময়, 
তোমার তুলনা শুধু তুমিই, নেই আর কিছু
জন্ম-জন্মান্তর রইবো তোমার পিছু। 

আবু সাইদ,
তোমার স্মৃতির স্বচ্ছ বিকাশ 
রাখবো যতনে হবে ইতিহাস,
তোমার শোকে আজ বিশ্ব অবনত 
শান্তির দুত তোমরা বাঁচো বছর শত শত। 

আবু সাঈদ,
তুমি কোটি হৃদয়ের দিয়েছো যত ভালবাসা 
নতুন করে গড়বে দেশ এই তো মোদের আশা, 
দুর্নীতি মুক্ত দ্রব্য ভেজাল  মুক্ত গড়ার সোনার বাংলা 
দোয়া চাই সবার কাছে সব করেছেন আল্লাহ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page