 
						বন্যার্তদের সহযোগিতায় পাশে দাড়ালো লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি
স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
প্রলয়কারী বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর পাশে দাড়ানোর প্রত্যয়ে আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি- ৪ বাংলাদেশের অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সেবা কার্যক্রম অব্যহত রয়েছে ।
এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ফেনী ফাজিলপুর উপজেলার লেমুয়া ইউনিয়নের কশবা  ধর্মপুর গ্রামে ২৫ টি পরিবারের জন্য তোশক, বালিশ,কম্বল, বেডশিট ও বালিশের কভার প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি । স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছে লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি । লায়ন্স জেলার গর্ভনর এডভাইজর ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরীর নেতৃত্বে কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মীর্জা মুহাম্মদ মনসুরুল হক, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আসিফ উদ্দিন ভূইয়া, জোন চেয়ারপার্সন লায়ন আবদুল মতিন, জোন চেয়ারপার্সন লায়ন কাশেম শাহ,  লায়ন্স ক্লাব সেক্রেটারী আবু রায়হান, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান , লিও সিরাজুল ইসলাম রিপন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শামীম খান ও লিও জুয়েল এই কার্যক্রমে অংশগ্রহন করেন ।
ধর্মপুর গ্রামের সমাজ সভাপতি আবুল বশর, সহসভাপতি আবু ইউছুপ, মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আমির হোসেন মোল্লা, সেক্রেটারী খায়েজ আহাম্মদ,আকবর হোসেন রুপক, আরিফুল ইসলাম এই সেবাকার্যক্রম পরিচালনায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের লায়ন্স জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ এর কল “শেয়ার এন্ড কেয়ার ”বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ।
 
													