সুজানগর পৌর বিএনপির নতুন অফিস উদ্বোধন
এম এ আলিম রিপন,সুজানগর,পাবনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) সুজানগর পৌর শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর বাজারের বিশ্বাস কমপ্লেক্সের তৃতীয় তলায় পৌর বিএনপি’র অস্থায়ী এ অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজানগর পৌর শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস এবং সদস্য সচিব জসিম বিশ্বাস। এ সময় মঞ্জু শেখ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাজী মনসুর, লতিফ মন্ডল, বাবু খান , হযরত আলী,রুবেল,দ্বীন ইসলাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস বলেন, ছাত্র – জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দেবেন আমরা সে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস আরও বলেন, সুজানগরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের কর্মী আমরা। পাবনা -২ সংসদীয় আসনে তার হাতকে শক্তিশালী করতে অতীত এবং বর্তমানে ন্যায় আগামীতেও কাজ করে যাব বলে জানান। শেষে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়।