বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত!
স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাটি ঘটেছে শুনেছি।
মনসুর জানান, “ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কী-না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ, তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।” মনসুর আরও জানান, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়।
তবে, এ ঘটনায় এখনো কোন মামলা হয় নি বলে জানান তিনি।
নিহত তোফাজ্জলের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।