পাবনা সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ।
এম এ আলিম রিপন সুজানগর:পাবনা।
পাবনা সুজানগর উপজেলার শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে প্রায় ৩০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এদিন সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক- শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন জাতীয় শিক্ষা সপ্তাহের মতো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। আমরা খুব আনন্দিত।