শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত। মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ! বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে ! ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের পুনর্গঠিত নতুন কার্যকরী কমিটি প্রথম সভা

ফুলবাগ অনূআ দরবার শরীফ প্রতিষ্ঠাতা অথই নূরুল আমিন

ফুলবাগ অনূআ দরবার শরীফ প্রতিষ্ঠাতা অথই নূরুল আমিন

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ

চলমান জামানার তিনি একজন ভবিষ্যৎ বাক‍্যসিদ্ব আধ‍্যাতিক সূফী সাধক, তামাম জাহানেরআতশী অশ্বরী একাংশের আলমপঁনা শেষ দলিল বইয়ের লেখক, দস্তারবন্দী নাফেউ’ল খালায়েক। (অপ্রাকাশ‍্য)

দেশে বিদেশে ভক্ত এবং আশেকানদের প্রতি গুরুত্বপূর্ণ বাণী।
” তুমি যদি ভক্ত অথবা আশেকান হয়ে থাকো। অথবা আমার নামের যারা বিশ্বাসী হবে, অবশ্যই অবশ্যই তাহাদেরকে নিম্ন বিষয় গুলো একান্ত বিশ্বাস ও আমল এনে অক্ষরে অক্ষরে মানতে হবে।

১, তোমরা কখনও অলস হতে পারবে না। মনে রাখবে অলসতার চেয়ে বড় শত্রু মানব জীবনে আর কেউ নয়।

২. জীবনে চলার পথে উন্নয়ন বা ব‍্যবসায় তোমরা কখনও তোমাদের ভাই, আত্মীয় স্বজন অথবা বন্ধু কারো প্রতি নির্ভরশীল হবে না।

৩, অন‍্য কাউকে ( সে যদি তোমার শত্রু ও হয়ে থাকে ) কখনও খারাপ কাজে উৎসাহিত করবে না।

৪, হাটে বাজারে চায়ের দোকানে বসে সময় নষ্ট, অযথা কথা বলা অথবা শোনা থেকে সবসময় বিরত থাকবে।

৫, সবসময় নীরবে থাকার চেষ্টা করবে, তার সাথে যেকোনো উন্নয়ন মুখী কর্ম বা চাকরি করতেই থাকবে।

৬, ঘরের স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন প্রতিবেশির সাথে কটু কথা এবং বিতর্ক থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবে। প্রয়োজনে ত‍্যাগ করবে। তবু কেউ কষ্ট পায় এমন কাজ করবে না।

৭, কোনো তথ‍্য সত্য ভাবে না জেনে কোথাও অনুমান নির্ভর আলোচনা সমালোচনা থেকে সবসময় বিরত থাকবে।

৮. মারফতের বিকাশে সকল প্রকার নামাজ রোজা তালিম সেজদা ও গুরুবাক‍্য আদায় করবে।

৯. সকল সম্প্রদায়ের মানুষকে সমান কদর করবে। মনে রাখবে পৃথিবীর সকল ধর্ম মানব কল‍্যাণে সৃষ্টি হয়েছে। এখানে যার যার ধর্ম তারা পালন করবে। আর তোমার ধর্ম তুমি পালন করবে। এটাই নিয়ম।
(উদাহরণ। মনে করো বিয়ে বাড়িতে বর পক্ষ আর কন‍্যা পক্ষ যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, খুন খারাপের মতো ঘটনা ঘটে যায়। তখন এখানে আর কোনো পক্ষের লোকেরাই সুস্থ ভাবে খাবার খেতে পারে না। দেখা তোমরাও যদি অন‍্য যেকোনো ধর্ম নিয়ে বিতর্কে জড়িয়ে যাও। তাহলে তোমার নিজের ধর্ম পালন করতেও বেঘাত সৃষ্টি হতে পারে। মনে কোনো প্রকার ত্রুোধ তোমার মনে লালন করলে তুমি ধর্ম পালনে পিছিয়ে পরবে।)
১০, সন্তানকে লেখাপড়া শেখাবে যতটুকু সম্ভব। এছাড়া পারিবারিক তালিম দেবে সবসময়। মনে রাখবে সন্তানের সু কাজে পিতা মাতা প্রশংসনীয় হয়। তেমনি সন্তানের কু কাজে পিতা মাতা নিন্দনীয় হয়।
১১. সকল প্রকার নেশা থেকে বিরত থাকার চেষ্টা করবে। মনে রাখবে নেশা মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয়।
১২. অন‍্য কোনো মাজার পীর আউলিয়া নিয়ে কটাক্ষ বা তিরস্কার করা থেকে বিরত থাকবে।
১৩. স্বদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

১৪. মনে রাখবে তোমরা কাউকে কোনো সহযোগিতা করছ না। সমস্যা নেই। তবে কারো ক্ষতি করবে না।

১৫. মানুষের প্রাপ্ত হক পরিশোধ করে সবসময় ঋণ মুক্ত থাকার চেষ্টা করবে সবসময়।

১৬, তোমাদের ধারায় যেন, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। সেই খেয়াল রাখবে সবসময়।

অথই নূরুল আমিন
প্রতিষ্ঠাতা ফুলবাগ অনূআ দরবার শরীফ
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
তিনি নির্বাহী সম্পাদক
দৈনিক একাত্তরের বাণী।
৯/১০/ ২০২৪

রিপোর্ট, প্রচারে মোঃ আবদুল রশিদ, মোঃ মনির হোসেন, মোঃ জামিল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page