সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন অথই নূরুল আমিন।

দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন অথই নূরুল আমিন।

মোহাম্মদ রুস্তম আলী
কিশোরগঞ্জ প্রতিনিধি:-

অথই নূরুল আমিন (কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক )
তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ‍্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব ) মাতা নুরজাহান তালুকদার।
লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি।এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। আমাদের পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এই কবির সার্বিক সাফল্য কামনা করছি। অথই নূরুল আমিনের লেখা বই দেশ জুড়ে ১০৫ টি পাঠাগারে প্রায় আট লাখ টাকার বিভিন্ন বই যেসকল পাঠাগারে উপহার দিলেন।

১.বাতিঘর আদর্শ পাঠাগার বা অনু ষ্টেশন পাঠাগার মোঃ কামরুজ্জান, প্রতিষ্ঠাতা পরিচালক, টাঙ্গাইল সদর। মোবাইল নম্বর ০১৭৬১৮৫৭৩৯৯। ২, সাতভিটা গ্রন্থনীড়, মোঃ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা পরিচালক, কলেজ রোড, কুমিল্লা, মোবাইল ০১৭৩৯৪২৬৯০৪। ৩, মোঃ তুতু কবিরাজ স্মৃতি পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও সার্ভেয়ার মোহাম্মদ রুস্তম আলী, কটিয়াদী, কিশোরগঞ্জ। মোবাইল ০১৭৭৯৮০৫৪৬৮। ৪, বীর মুক্তিযোদ্ধা আরব আলী স্মৃতি পাঠাগার ও জহির রায়হান সাংস্কৃতিক পরিবার, রহমান রায়হান, প্রতিষ্ঠাতা সমন্বয়ক মোবাইল ০১৭৮৪৩৪৩২১১। ৫, পাবলিক লাইব্রেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, লিটন গঞ্জু, পাত্রখোলা, শ্রীমঙ্গল, সিলেট মোবাইল, ০১৭৯৬০৮৯১২৩। ৬, জাগ্রত আছিম গ্রন্থাকার, আছিম বাজার, উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা : ময়মনসিংহ, মোবাইল, ০১৯৪২৩১৩৬৭৯,। ৭, জায়েদা রহমান স্মৃতি পাঠাগার, গ্রাম – জামমুড়া, পোঃ নোয়াজা বাজার, জেলা : কুমিল্লা, মোবাইল, ০১৮৩৮০১১৭৫৩,। ৮, হাজী আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, মোঃ ইব্রাহিম কাওসার, প্রতিষ্ঠা পরিচালক, গ্রাম : বিরাম পুর, উপজেলা : মোহনগঞ্জ, জেলা : নেত্রকোনা, মোবাইল ০১৩১৯৯৩৮৬৩৮,। ৯, পাছ পুংগলী গণ পাঠাগার, গ্রাম + পো: পাছ পুংগলী, উপজেলা : ফরিদপুর, জেলা: পাবনা। ১০, ড. খায়রুজ্জামান চৌধুরী, বিয়ানী বাজার, জেলা : সিলেট, মোবাইল ০১৭4২৫৯১০৯৯ । ১১, আবুল মনসুর পাঠাগার, ত্রিশাল, জেলা: ময়মনসিংহ, মোবাইল, ০১৭০৪৪৭৯০৫৭,। ১২, জুঁই প্রকাশ ও পাঠাগার, প্রকাশক প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি আজিজ ইবনে গণি, বিয়ানী বাজার, জেলা: সিলেট, মোবাইল ০১৩১৭১৮৮২৮৬। ১৩, আলোর দিশারী পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ সৌরভ শেখ, টুঙ্গিপাড়া সদর, জেলা: গোপালগঞ্জ, মোবাইল, ০১৮৮৩৫৩৯০১৫,। ১৪, মজুমদার পাবলিক লাইব্রেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, মুহাম্মদ মহীউদ্দীন মজুমদার, চৌদ্দগ্রাম, জেলা : কুমিল্লা। মোবাইল, ০১৮১৯৯৮৫৩২৯,। ১৫, স্বপ্নের ধারা পাঠাগার, মোঃ আশিকুর রহমান মন্ডল, শঠিবাড়ী, মিঠাপুকুর, জেলা : রংপুর, মোবাইল, ০১৭৮৮১৮৮৮৩৬,। ১৬, বাইতুল হিকমা ইসলামী পাঠাগার, গ্রাম + পোঃ বিদ‍্যানন্দ, উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা: ময়মনসিংহ, মোবাইল, ০১৭১৭৩৮৬০৭৬,। ১৭, ভাষা সৈনিক আবুল কালাম আজাদ গ্রন্থাকার, প্রতিষ্ঠাতা পরিচালক, শাহজাহান আজাদ, পো: গাছ বাড়ীয়া, উপজেলা : চন্দনাইশ, জেলা: চট্টগ্রাম, মোবাইল, ০১৯১৭১৩৯৫৯৮,। ১৮, দাসিয়ার ছড়া শমসের আলী আদর্শ পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোহাম্মদ আলী, পো: + উপজেলা : ফুলবাড়ীয়া, জেলা : কুড়িগ্রাম, মোবাইল, ০১৭০৫৯৭৮১১৬,। ১৯, আছিয়া বেওয়া আব্দুল হক মন্ডল স্মৃতি পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, কবি আশ্রাফ আলী চারু, গ্রাম, কাউনের চর, পো: ঝগড়ার চর, উপজেলা : শ্রীবরদী, জেলা: শেরপুর, মোবাইল, ০১৯১৫১৬০০৫১,। তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন, দেশের যেকোনো পাঠাগারের কুরিয়ার বা ডাক ঠিকানা প্রেরণ করলে। তিনি সব পাঠাগারে সৌজন্য বই দিয়েই যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page