কেন্দুয়ায় ৩ মন্দিরে প্রতিমা বিসর্জন হয়নি কঠোর নিরাপত্তায় শেষ হচ্ছে দূর্গোৎসব
মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ-(নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শুভ বিজয়া দশমী শেষে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১১টি ইউনিয়নে ও ১টি পৌরসভাসহ মোট ৩৩টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ।
এ দিকে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন বাঙালি হিন্দু ধর্মালম্বীরা । অন্যদিকে বিসর্জন শুরু হয়ে যাওয়ায় পূজা মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায় ও বিষাদের করুণ ধ্বনি ।
তা ছাড়া বিভিন্ন পূজা মণ্ডপে সারারাত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় হোক এবং সবার জীবনে শান্তি বয়ে আসুক সেই প্রত্যাশা করে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, খুব শান্তিপূর্ণভাবে শারদীয় দূ্র্গোৎসব শেষে দেবীদূর্গার বিসর্জন শুরু হয়েছে । এ দিকে বৈখৈর হাটি মহা প্রভুর আশ্রম,রোয়াইল বাড়ী আমতলা সরকার বাড়ী দূর্গাশ্রম,সাহিতপুর কালিবাড়ী মন্দিরের প্রতিমা বিসর্জন করা হয়নি। তবে বিধান অনুযায়ী পরে ব্যস্ততা নেওয়া হবে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে বিসর্জনের কার্যক্রম শুরু হয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।