পাবনার ফরিদপুর কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই, দুই লক্ষাধিক ক্ষতি।
মোঃ সাবেদুল সরকার পাবনা প্রতিনিধি।
পাবনার ফরিদপুরে আগুনে পুড়ে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। রবিবার ( ১৩ অক্টোবর) বিকেলে উপজেলার পুঙ্গলী ইউনিয়ন দত্তপুঙ্গলী গ্রামের কৃষক মোঃ সাগর সরকার এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার। সাগর সরকারের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এলাকাবাসীরা এসে আগুন নেভান। ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা পয়সা সহ সব পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় দুই লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক জানান।
প্রতিবেশীরা জানান,সাগর একজন দিনমজুর তার সারা জীবনের অর্জিত সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলো।