আবুল হাশেম ভুইয়ার সমর্থনে মানববন্ধনের জেরে পাইকুরা ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত
নেত্রকোনা জেলা প্রতিনিধি
টিসিবির মালামাল লুটপাটের অভিযোগে অভিযুক্ত পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাশেম ভুইয়ার সমর্থনে গতকাল (১৩ই অক্টোবর) অনুষ্ঠিত অভিনব মানববন্ধনের পরিপ্রেক্ষিতে তার পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দুয়া উপজেলা বিএনপি। আজ ১৪ই অক্টোবর সন্ধ্যায় উপজেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাংগঠনিক অদক্ষতাকে মূল কারণ হিসেবে দেখানো হলেও নেতৃবৃন্দ এই ঘটনাকে জনস্বার্থবিরোধী অপরাধের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। তারা জানান, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের মূলধারার রাজনীতি থেকে দূরে রাখা উচিত।
আবুল হাশেম ভুইয়ার বিরুদ্ধে টিসিবির মালামাল লুটপাটের অভিযোগ উঠে আসার পর থেকেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তার সমর্থনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্থানীয় জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিক শৃঙ্খলার পরিপন্থী বলে অভিহিত করেন।
সভায় উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, “আমাদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে দলকে মুক্ত রাখতে এই সিদ্ধান্ত অপরিহার্য ছিল। যারা অন্যায় ও দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
নেতারা আরও উল্লেখ করেন, “রাজনীতিতে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য মনের গভীর থেকে সংস্কার আনতে হবে। যদি মন থেকে পরিবর্তন আনা যায়, বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে। সৎ নেতৃত্ব ও স্বচ্ছ রাজনীতি ছাড়া সংগঠনের উন্নতি সম্ভব নয়।”
এই পদক্ষেপকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে। তবে স্থানীয় জনগণের একাংশ মনে করছেন, শুধুমাত্র কমিটি বিলুপ্ত করাই যথেষ্ট নয়; অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাও প্রয়োজন।
আবুল হাশেম ভুইয়ার সমর্থনে অনুষ্ঠিত মানববন্ধন ও তার নেতৃত্বাধীন কমিটির বিলুপ্তির ঘটনা কেন্দুয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। দলীয় শৃঙ্খলা এবং জনস্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপি নেতৃত্ব একটি শক্তিশালী বার্তা দিতে সক্ষম হয়েছে।