বেতাই নদীর উপর নির্মিত ব্রীজের ভাঙ্গা অংশ মেরামত করে দিলেন কেন্দুয়ার নূরে আলম জেসি
মহিউদ্দিন সরকারঃ জেলা প্রতিনিধিঃ (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির বেতাই নদীর উপর নির্মিত ব্রিজের মাঝে দুইটি ভাঙ্গা অংশ এবং মাসকা ইউপির মাসকা বাজার হতে বালিজুড়া বাজারের পিচ রাস্তার ভাঙ্গা ও বড় বড় গর্ত মেরামত করে যানবাহন ও পথচারিদের চলাচলের উপযোগী করে দেন কেন্দুয়া পৌর যুবদল নেতা নূরে আলম জেসি। দীর্ঘদিন ধরে ব্রিজ ও রাস্তাটির বেহালদশা জানতে পেরে তিনি গত শনিবার ও (১২ ও ১৩ অক্টোবর) রবিবার দুই দিন কাজ করিয়ে ব্রিজ ও রাস্তাটি মেরামত করে দেন।
স্থানীয়রা জানান,রোয়াইলবাড়ি বাজার ব্রিজটি বেতাই নদীর উপর নির্মিত। এই ব্রিজের উপর দিয়ে যানবাহনসহ বহু মানুষ প্রতিদিন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়ি ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এ যাতায়াত ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী রোয়াইলবাড়ি পুড়াকীর্তি দেখতে যানবাহন নিয়ে বহু মানুষকে যাতায়াত করতে হয়।
স্থানীয়রা আরও জানান, প্রায় বছর খানেক ধরে রোয়াইলবাড়ি ব্রিজটির মাঝখানে দুইটি বড় গর্ত হয়ে রড বেড়িয়ে আসায় প্রায় প্রতিদিই দুর্ঘটনা ঘটছিল। বিষয়টি জানতে পেরে গত শনিবার নূরে আলম জেসি সাহেব নিজ অর্থে ব্রিজটির ভাঙ্গা অংশ মেরামত করে দিয়েছেন। এ দিকে মাসকা ইউপির মাসকা বাজার এলাকার স্থানীয় লোকজন জানান,মাসকা হয়ে বালিজুড়া বাজারের পাকা রাস্তাটির পিচ সুরকি উঠে গিয়ে স্থানে স্থানে মারাত্নক খানা-খন্দকের সৃষ্টি হয়েছিল।
এতে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছিল রাস্তাটি। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ আটোরিক্সা,সিএনজি,মোটরবাইক, ট্রাক,মাইক্রো,ট্রলিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। রাস্তাটি ভাঙ্গা থাকার জন্যে দুর্ঘটনাও ঘটতো প্রতিদিন। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা নূরে আলম জেসি সাহেব গত রোববার নিজ অর্থে রাস্তাটি মেরামত করে দেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
এ ব্যপারে কথা হলে যুবদল নেতা নূরে আলম জেসি বলেন, এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মি মিজানুর রহমান,সোহাগ মিয়া, আলমগীর হোসেনসহ অনেকেই আমাকে রাস্তা ও ব্রিজটির গর্তের কথা বলেন। এরই প্রেক্ষিতে সরেজমিন দেখে মানুষজন ও যানবাহন চলাচলের সুবিধার্থে নিজ খরচে মেরামত করে দিয়েছি।