ভেড়ামারায় ধানের বীজ নিয়ে প্রতারণা, অভিযোগ করলেন কৃষক।
মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার, বাহাদুরপুর ইউনিয়ন, মেসার্স কিয়ারুল ট্রেডার্স এর দুর্নীতি সীমা ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে এলাকার কৃষকেরা৷
কৃষক শ্যামলসহ অনেকেই কিয়ারুলের কাছ থেকে ৮৭ ধানের বীজ কিনে জমিতে রোপন করলে তা সময় উপযোগী না হওয়ার আগেই শীষ বের হয়ে যায়। এ বিষয়ে কৃষকরা কিয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে, বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, অনেক কৃষককে অপমান অপদস্ত করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে,
কিয়ারুল ইসলাম তার নিজের দোষ ঢাকার জন্য শ্যামল নামে একজন কৃষককে নিয়ে কুষ্টিয়ায় বীজ ভান্ডারে যায়, সেখান থেকে শ্যামল জানতে পারেন, ঐ কোম্পানি যেই বীজ কিয়ারুল ট্রেডার্সকে দিয়েছিল সেই বীজ ইতিপূর্বেই কিয়ারুল ফেরত দিয়ে এসেছে।
কৃষকদের অভিযোগ এই বীজ কিয়ারুল ট্রেডার্স নিজেই বাড়িতে প্যাকেট জাত করে থাকে। প্যাকেটের গায়ে প্রিন্টিং প্রেস থেকে লেখা আছে,,
বীজ ১৭ তার উপরে নকল একটি কাগজ দিয়ে লিখা বীজ ৮৭ মান ঘোষিত, তাই ধানের শীষ আগুরেই বের হয়ে গিয়েছে,
লোকালয় থেকে প্রায় ১ কিলো মিটার দূরে ধান ক্ষেত সাংবাদিক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষক শ্যামল সহ অনেক কৃষক জমিতে যেয়ে তার সত্যতা পাই।
কৃষক শ্যামল সহ অনেক কৃষক সুবিচারের দাবিতে প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, সাংবাদিকদের শরণাপন্ন হয়ে
গত মঙ্গলবার ১৪/১০/২০২৪ ইং ভেড়ামারা প্রেসক্লাব থেকে কয়েকজন সাংবাদিক এবং বাহাদুরপুর ইউনিয়নের সহকারী কৃষি অফিসার,
মোঃ আমিনুল ইসলাম ও মো: তোফাজ্জল হোসেন কে সঙ্গে নিয়ে পরোক্ষভাবে নিজ চোখে দেখে এসে সবাই বুঝতে পারে, সুকৌশলী মেসার্স কিয়ারুল ট্রেডার্স সাধারণ কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে।