মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র চাহরাম শরীফ অনুষ্ঠিত

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র চাহরাম শরীফ অনুষ্ঠিত
পারস্পরিক মতামত-বিশ্বাস-শ্রদ্ধাবোধের ভেতর দিয়ে দেশ পরিচালনার তৌফিক প্রার্থনা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া- র প্রবর্তক নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ভ্রাতুষ্পুত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র মহান বার্ষিক খোশরোজ শরীফ এবং হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র প্র-পৌত্র মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এবং তাঁর জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।
তিনি দেশ-জাতি-উম্মাহ’র কল্যাণ কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলা র দরবারে ফরিয়াদ করেন।
মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সদ্য অনুষ্ঠিত শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সকল মুসলমানদের পক্ষ হতে, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র সকল অনুসারীদের পক্ষ হতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে- সম্মানের সাথে উদযাপন করতে পারে, পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধের ভেতর দিয়ে, যাতে একে অপরের প্রতি সম্মানবোধের ভেতর দিয়ে, পরস্পরের মতামতের-বিশ্বাসের-শ্রদ্ধা বোধের ভেতর দিয়ে, আমরা যাতে এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি,
যার যার প্রাপ্য অধিকার ও সম্মান যাতে যথাযথ ভাবে প্রত্যেকে লাভ করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন।
মিলাদ-কিয়াম-মুনাজাত শেষে আগত অগণিত আশেক, ভক্ত,
জায়েরীণদের তবাররকাত হিসেবে ফলারাদি এবং নেয়াজ পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page