কেন্দুয়ায় সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ও আলোচনা সভা
প্রতিনিধিঃ কেন্দুয়া,(নেত্রকোনা)
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে ১৮ অক্টোবর শুক্রবারে।
উপজেলা টেম্পো ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক দলের সভাপতি সালেহ আহম্মদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনামুল হক শামীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু ভূঁইয়া। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। এছাড়াও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা এই অফিস উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া উপজেলার সিএনজি চালকরা তাদের অধিকার সুরক্ষা রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।