কটিয়াদিতে কুরআন কারীমের সবক প্রদান উপলক্ষে
অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ রুস্তম আলী
কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি:-
কিশোরগঞ্জ জেলা, কটিয়াদী উপজেলা, পশ্চিম বাগরাইট, ১৯ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ শনিবার সকাল ৯.০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত মারকাজুল কোরআন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রাঙ্গনে “কোরআনের সবক প্রদান” উপলক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মারকাজুল কোরআন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা,জনাব মোঃ বাদল সরকারে সভাপতিত্বে, মারকাজুল কোরআন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা,জনাব জাহাঙ্গীর আলমের সন্ধালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওমর আহমাদ সাহেব,প্রধান মুফতি, আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ।
পরিচালনায়:মুফতি জুনাইদ আহমাদ রাব্বানী
মুহতামিম, অত্র মাদরাসা।
আয়োজনে: মারকাজুল কুরআন মাদরাসা পরিচালনা কমিটি কটিয়াদী, কিশোরগঞ্জ।