মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩২ তম ওরশ শরিফ সম্পন্ন।

হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩২ তম ওরশ শরিফ সম্পন্ন।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ১৮ অক্টোবর ২০২৪ রোজ জুমাবার উত্তর ধুরুং দায়রা শরিফ সংলগ্নে উত্তর ধুরুং কে এম টেক, হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারীর বাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ),গাউসুল আজম বিল-বেরাসাত হজরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী(ক)এর খোশরোজ শরিফ,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ শরিফ ও আশেকে ভাণ্ডারী, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ,খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল-মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩২তম বার্ষিক ওরশ শরিফ উদযাপন উপলক্ষে সুপার মাওলানা রবিউল হকের সঞ্চালনায় উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সাহেবের সভাপতিত্বে আলোচনা,মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শাহি মসজিদে সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানি,উম্মুল আশেকিন মা মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম,মাওলানা শফিকুল ইসলাম আস সাঈদি সিলেট,কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলি চৌধুরী, নুরুল আলম, উপদেষ্টা হাবিব উল্লাহ,আবদুল্লাহ আল মাসুদ,আহসান উল্লাহ চৌধুরী বিভন,কেন্দ্রীয় সদস্য আশরাফ সিদ্দিকী, হযরত আব্দুল মালেক শাহ (রহঃ) র আওলাদ মাওলানা মুজিবুল হক,উপাধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দিন,মাওলানা আব্দুল মান্নান মিরশশরাই,প্রভাষক মাওলানা রফিক উদ্দিন,প্রভাষক মাওলানা মুজিবুল হক,রওজা শরিফের সম্মানিত খাদেম মাওলানা হাবিব উল্লাহ,গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা শাহাবুদ্দিন,ডা.বরুন কুমার আচার্য বলাই,মাওলানা মুরশেদুল আলম,হাফেজ মাওলানা আবু তাহের,মাওলানা আলি আজম রিজবী, হাফেজ মাওলানা আবু তাহের,ডা.সৈয়দ আহমদুল হক দুলু, সমন্বয়ক-আনিস উদ্দিন সোহেল,নাসির,ফোরকান রাহাত্তরপুল চট্টগ্রাম,কমিশনার আবুল হাশেম, হেলাল উদ্দিন চৌধুরী,সাইফু উদ্দিন সাওদাগর,জালাল উদ্দিন চৌধুরী,ইউনুস মাসুদ,ইসহাকুর রহমান ভুট্টু,আজম,
মুফিজ,রাব্বি,রাশেদ,রফিক,রেজাউল মোস্তফা রাজু,সাকিব,জাবেদ,শাহিন চৌধুরী,তুষার,সিহাব,মিহির
রিমন,মাহিন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ। মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা মুরশেদুল আলম। পরিশেষে প্রত্যেক মুসলিম উম্মাহের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page