ফরিদগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধিঃ-
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা বাজারে পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে বাজার মনিটরিং কার্য বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এসময় রূপসা বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করায় একজন আড়তদারকে ১০ হাজার টাকা,পোল্ট্রি ও ডিম ব্যবসায়ী ৩ হাজার টাকা,সবজি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মূল্যতালিকা না প্রদর্শন করায় মুদি দোকানিকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও মাছ ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ ৩ কেজি ইলিশ মাছ পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাৎক্ষনিক তিন কেজি ইলিশ মাছ জব্দ করে গরীবদের মাঝে বিতরণ করে দেন।
অভিযান পরিচালনা উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান,উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর,মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন,সিনিয়র সাংবাদিক আমান উল্যা আমান ও পুলিশ সদস্য প্রমুখ।
বার্তা প্রেরকঃ গাজী ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি।