নরসিংদীতে জেলা প্রশাসক এর মনোহরদী উপজেলা পরিদর্শন
মোঃ এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী মনোহরদী উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে মনোহরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন,মনোহরদী থানা,সরকারী দপ্তরের বিভিন্ন অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃজুয়েল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।