ঊষার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে মাদানীর পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স-২০২৪ এর কোরআন শরীফ ছবক ও দোয়া অনুষ্ঠান।
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ,চাটখিল,নোয়াখালী।।
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুরে,বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় ঊষার আলো ফাউন্ডেশন এর উদ্যোগে মাদানীর পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স-২০২৪ এর কোরআন শরীফ ছবক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, চাটখিল উপজেলা জামায়াতের আমীর,রাজগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মহিউদ্দিন হাসান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইখলাস ফাউন্ডেশনের সভাপতি ও করপাড়া নূরে মাদীনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার ফয়সাল আহম্মেদ,আরো উপস্থিত ছিলেন উত্তর মমিনপুর বাইতুল আমার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমজাদ ফারুক সাহেব,লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম মাঈন উদ্দিন,উত্তর মমিনপুর আল মাদ্রাসায়ে দ্বীনিয়া ও এতিম খানার প্রধান শিক্ষক ও উত্তম মমিনপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ ইমাম হোসেন,প্রসন্ন ফাউন্ডেশন এর সেক্রেটার মোহাম্মদ জুয়েল মুন্সী,এলাকা বাসী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সভাপতিত্ব করেন উত্তর মমিনপুর আল মাদ্রাসায়ে দ্বীনিয়া ও এতিমখানার “সভাপতি”মোঃ নাসির উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান মেহমান সাংবাদিক এমরান হোসেন সোহাগ ও কোরআন শিক্ষা নেওয়া অন্যদের মাঝে সম্মাননা প্রদান করেন,এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।