নরসিংদী সদরের শিলমান্দীর কিছমত বানিয়াদী গ্রামে জমি বিক্রির নামে প্রতারণা ।
মোঃ তালাত মাহামুদ ক্রাইম রিপোর্টার। নরসিংদী সদরের শিলমান্দী ইউনিয়নের কিছমত বানিয়াদী গ্রামের ভূমিদস্যু আরমান ভূঁইয়া তার পৈতৃক সম্পত্তি একই এলাকার অস্হায়ী বাসিন্দা আবু তালেবের কাছে বিক্রি করার নামে ৭ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ ৩০ হাজার টাকা বায়না নিয়ে প্রতারণা করেছেন। তালেব অভিযোগ করেছেন,তিনি নিজের টাকা দিয়ে জমির খারিজ ও খাজনা পরিশোধ করলেও আরমান জমিটি অন্যত্র বেশি দামে বিক্রি করে দেন। এই ঘটনার কারণে এলাকায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। আবু তালেব জানান,জমি রেজিস্ট্রেশন করতে তাগাদা দিলে,আরমান ও তার সহযোগীরা তালবাহানা করে এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করে আসছে। ঘটনাটি নিয়ে নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ করলে,সাব-ইন্সপেক্টর নাইম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে স্থানীয় সালাম মেম্বার বলেন আরমান একজন প্রতারক এবং ভন্ড। ফারুক ভূঁইয়া, আরমানের চাচাতো ভাই,বলেন,আরমান একই জমি একাধিকবার বিক্রি করে এবং বিভিন্ন মামলায় জড়িয়ে আছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আরমান এর যথাযথ বিচার দাবি করেছেন। এ ধরনের প্রতারণা বন্ধে স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।