সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
এস জেড এইচ এম ট্রাস্ট’নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথে’র ব্যবস্থাপনায় অক্টোবর মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ডিউ উদয়ন ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে গত ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা,নাতে রাসূল (সা:) পরিবেশন করেন সানজিনা ইসলাম,মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত’গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। আলোচক তাঁর আলোচনায় উল্লেখ করেন,গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব,সূফিরা তাঁকে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’নামে সম্বোধন করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত’জিলান’নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়। তিনি আরও বলেন গাউসুল আযম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর জীবনের সাথে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর জীবনের অপূর্ব মিল পাওয়া যায়। উভয়ের আবির্ভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের পিতা-মাতাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। তাঁরা চরম সংকট মুহূর্তেও কোনরূপ বিচলিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতেন অসহায়,নিঃস্ব,দরিদ্রদেরকে অকাতরে সাহায্য করতেন। তাঁদের মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ ইসলামের নৈতিক এবং আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে যুগশ্রেষ্ঠ অলিউল্লাহতে পরিণত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page