সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা সহ ২১ দপ্তরে অনুলিপি দিয়ে সু-বিচার পাওয়ার জন্য আবেদন।

প্রধান উপদেষ্টা সহ ২১ দপ্তরে অনুলিপি দিয়ে সু-বিচার পাওয়ার জন্য আবেদন।

মাহবুবুর রহমান,স্টাফ রিপোর্টার ভোলা।। ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের মো: মহিউদ্দিন,পিতা:সফিউল্লাহ পাটোয়ারী গতকাল এমরান ভুইয়ার নেতৃত্বে আমাকে মারধর করে এবিষয়ে আমি কোন জায়গায় বিচার না পেয়ে বর্তমান অন্তর্ভুক্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ২১ দপ্তরে অভিযোগ করি। অভিযুক্তরা হলো,এমরান ভূঁইয়া,পিতা:বজলুর রহমান শাহাবুদ্দিন,পিতা:আব্দুল মালেক,আব্বাস উদ্দিন,পিতা: আ:রব,মো:জুয়েল,পিতা:মো:রফিক,মো:সোহাগ ভূঁইয়া, পিতা:মো:হানিফ,মো:আলামিন,পিতা:মো:নুরুজ্জামান মো:ফয়সাল,পিতা:মনর আলী,মো:রায়হান,পিতা:হারিচ মো:সুমন,পিতা:এমরান ভূঁইয়া,মো:হারুন ভূঁইয়া,পিতা: হানিফ ভূঁইয়া,মো:রুহুল আমিন,পিতা:মো:আছলাম, মো:কামাল,পিতা:আলমগীর এরা সবাই জিন্নাগড় ৪নং ওয়ার্ডের বাসিন্দা।তিনি বলেন আমাদেরকে যখন মারধর করে তখন হযরত আলী সহ এরা সবাই আমাকে উদ্ধার মো:মিরাজ,মো:বেল্লাল,ঘটনাটি ঘটে ০৭ ই অক্টোবর ২০২৪ইং,রোজ:সোমবার সকাল ৯ ঘটিকার সময়। চরফ্যাশন বি.আর.ডি.বির পশ্চিম পার্শ্বে শুক্কুর মিয়ার দোকানের সামনে আমি এই মর্মে অভিযোগ করিতেছি যে,উল্লিখিত বিবাদীগন দুষ্ট,দুর্দান্ত,বিবাদীগন হোন্ডা নিয়ে এলাকায় এলাকায় টহল দেয় এবং বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবী করে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সমর্থক বিধায় বিবাদীগন আমাকে প্রায় সময় বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে থাকে। আওয়ামিলীগ সরকার পতনের পর গত ১০/০৮/২০২৪ইং তারিখ অনুমান রাত্র ১০ ঘটিকার সময় বিবাদীগন আমার কাছ থেকে চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করিলে ১নং বিবাদী এমরান ভূঁইয়ার নেতৃত্বে বিবাদীগন আমাকে এলোপাথারি মারধর করে। পরবর্তীতে স্থানীয় লোকজন জরো হলে বিবাদীগন চলে যায়। গত ৩০/০৮/২০২৪ইং তারিখে বমার ছেলে মো:আরাফাত হোসেন আবিরকে চরফ্যাশন বাজারে হোন্ডা স্ট্যানে বিবাদীগন একজোটবদ্ধ হয়ে এলোপাথারি মারধর করে এবং তার কাছে থাকা নগত ১০,০০০/-(দশ হাজার) নিয়া যায়। গত ০৭/১০/২০২৪ইং,রোজ:সোমবার সকাল ৯ ঘটিকার সময় চরফ্যাশন বি আর.ডি.বির পশ্চিম পার্শ্বে শুক্কুর মিয়ার দোকানের সামনে বিবাদীগন আমাকে একা পেয়ে অতর্কিত ভাবে হামলা করে আমার ডান হাত ভেঙ্গে ফেলে এবং হকস্টিক দিয়ে মেরে আমার শরীরে বিভিন্ন অঙ্গে ফুলা জখম করে। বিবাদীগন চলে যাওয়ার সময় আমাকে প্রাননাশের হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমার পরিবার ও আমি বিবাদীগনের অত্যাচারে আতঙ্কিত বিবাদীগন যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। ন্যায় বিচারের স্বার্থে বিবাদীগনের বিরুদ্ধে আমি প্রধান উপদেষ্টার কাছে সু-বিচার চেয়ে একটি অভিযোগ করি।এবিষয়ে এলাকাবাসী বলেন তাদের সাথে মুলত রাজ মেস্তরীর কাজের মজুরী নিয়ে বাজাবাজি,তার ভাই এই ওয়ার্ডের একজন সাবেক ইউপি সদস্য ছিলেন সেই সুবাদে কোন ঘটনা থাকতে পারে। প্রতিপক্ষরা বলেন আমরা তার ভাইয়ের কাছে রাজমিস্ত্রী কাজের টাকা পাবো গত ৪ ই অক্টোবর ২০২৪ ইং তারিখ সকাল ৯ টার সময় টাকা চাইতে গলে আমাদেরকে মহিলা পুরুষ সহ মারধর করে তারিয়ে দেয় এবিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দাখিল করি।কিন্তু তাদেরকে কে মারলো এবিষয়ে তারা বলে এবিষয়ে আমরা কিছুই জানিনা। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এবিষয়ে আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইন গত ব্যাবস্হা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page