কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ!
এস এম আবু ঈসা কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা,সুর্যমুখী,চিনা বাদাম,মশুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা সহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্ভোধণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল খামার বাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আশেক পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক,উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি,কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা। কৃষি অফিস সূত্রে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।