নরসিংদীর রায়পুরা রাধাগঞ্জ বাজারে ক্রয়কৃত ভিটজমি আওয়ামী দাপটে দখল ।
তালাল মাহমুদ জেলা প্রতিনিধি নরসিংদী। নরসিংদীর রায়পুরা রাধাগঞ্জ বাজারে,মোমেন খান (৪০) পিতা মৃতঃ ওয়াজেদ আলী,সাং-রাধাগনজ বাজার, থানাঃ-রায়পুরা, জেলাঃ-নরসিংদী। আনুমানিক প্রায় (১০) দশ বছর আগে(৬)শতাংশ ক্রয়কৃত ভিট জমি। আওয়ামী স্বৈরাচারী সরকারের দাপটে,ভূমিদস্যুরা,আমার ক্রয়কৃত জমি জোর দখল করে। যাদের কাছ থেকে আমি উক্ত ভূমি জমি ক্রয় করে ছিলাম।১।মোহাম্মদ আলী (৪৫),পিতামৃতঃ- গয়েছ আলি ।২।আজগর আলী (৪০)পিতা-মোহাম্মদ আলী ।৩। ইয়াকুব আলী (৩৮)পিতাঃ-মোহাম্মদ আলী গং
সর্বসাং- শেরপুর (রাধাগঞ্জ বাজার সংলগ্ন) । যে
থানাঃ-রায়পুরা জেলাঃ- নরসিংদী । অজ্ঞাত আরো ৪/৫ জন। ভুক্তভোগী বলেন আমার। উক্ত ভিটজমি রায়পুরা থানার আদিয়াবাদ মৌজা আর এস রেকর্ডীয় মালিক