সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আনোয়ারায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠান আজ বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে ‘প্রহসন ও দেশবিরোধী ষড়যন্ত্র’ বললেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান এসডিজি ইয়ুথ ফোরামের ক্যাম্পেইন উদ্বোধনে ফারুক-ই আজম বীর প্রতীক কুষ্টিয়ার ভেড়ামারায় বেগম জিয়ার কারা মুক্তি দিবস ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা নবগঠিত সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটির বিজয় মিছিল ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থাগিত ॥ ক্ষুভে ফুঁসছে নেতাকর্মীরা॥ প্রতিবাদ সমাবেশ রাজাকারদের পাহারাদার দখলদার ইউনূস সরকারের প্রহসনের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের ছাত্রসমাজ ৫ই আগষ্ট নোয়াখালী,চাটখিল থানা লুটের অস্ত্রে দিয়ে নিজেই নিজের গুলিতে আহত হয়ে মৃতুর ৯ মাস পর আদালতে অভিযোগ =!! ঝিনাইদহ কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩০-১০-২০২৪খ্রিঃ বুধবার দৈনিক সময় সংবাদ পত্রিকায়, ১০১ সংখ্যায় প্রকাশিত সংবাদের শিরোনামঃ-নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিনব পদ্ধতিতে চলছে চ্যানেল ফ্রী ভোগান্তিতে গ্ৰাহক । যে কারণে নিউজ টি প্রকাশ হয় । উক্ত পত্রিকার প্রতিবেদক কে অভিযোগ করেন। বেবী আক্তার ,পিতাঃ- মফিজ উদ্দিন ,সাং-টাওয়াদী পোষ্টঃ-নরসিংদী সরকারি কলেজ- ১৬০২ থানাওজেলাঃ-নরসিংদী। এই মর্মে অভিযোগ করেন তিনি নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পূর্ণ প্রদান পাসপোর্টের আবেদন করেন তারিখ ছিল ০৩-০৮-২০২২ইং ডেলিভারী তারিখ ছিলঃ-২৯-০৮-২০২২ইং প্রায় দুই বছর যাবত পাসপোর্ট করে হয়রানি ও ভোগান্তির,শিকার হচ্ছেন ।
উপর তালা থেকে নিচতলার আনসার ও পাসপোর্ট অফিসের সকল কর্মচারী কর্মকর্তাদের দারে দারে ঘুরছেন। তবুও তিনি তার আবেদনকৃত পাসপোর্টটি পাইতেছেন না । ২৬ হাজার টাকা নেয় বেবী আক্তারের কাছ থেকে উক্ত পাসপোর্ট এর জন্য । এই বিষয়ে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ জামাল হোসেন ডিডি স্যারের সাথে উক্ত পত্রিকার সাংবাদিক সাক্ষাৎ করতে চাইলে অপরগতা প্রকাশ করেন আনসারের মাধ্যমে । গত ৩০-১০-২০২৪ইং বুধবার দৈনিক সময় সংবাদ পত্রিকায় প্রকাশিত হয় ।উক্ত নিউজটি হলে উক্ত প্রতিবেদক ও বেবি আক্তার কে ,বিষয়টি কি জানতে, বর্তমান উপ পরিচালক নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্ব প্রাপ্ত স্যার জনাব গাজী মাহমুদুল হাসান । প্রতিবেদকের সাথে প্রথমে কথা বলেন ও শোনেন নিউজ কেন করছেন এই বিষয়ে কথা বলেন। দ্বিতীয়তে বেবি আক্তারের কি অভিযোগ ছিল। স্যার উভয়ের বক্তব্য অতি মনোযোগ ধৈর্য সহকারে শুনেন । বেবী আক্তারের আবেদন কৃত কাগজ গুলি দেখেন । পৃবের পার্সপোর্টের প্রদর্শীত নাম,পিতার নাম,মাতার নাম, জন্ম তারিখ
সব পরিবর্তন করতে হবে। বিভিন্ন তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে দেরি হয়। ঐ সব তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পাসপোর্ট প্রিন্ট বা অনুমোদন দেওয়া যায় না । অফিসের নিয়ম অনুযায়ী । অভিযোগকারী বেবি আক্তার পাসপোর্ট এর জন্য অফিসে কোন টাকা লেনদেন করেন নাই । যা নিয়মের বহির্ভূক্ত না । পাসপোর্ট অফিসের সামনে শিপু কম্পিউটারের মাধ্যমে টাকা লেনদেন করে । এতে প্রমাণিত হয় শিপু কম্পিউটার । বেবি আক্তারের কাছ থেকে উক্ত সংশোধনীয় পাসপোর্ট এর জন্য একটি সাধারণ আবেদন করেন । আবেদনের জন্য ব্যাংক ড্রাফের ৫,৭৫০ টাকা জমা দেন । বেবি আক্তারের কাছ থেকে শিপু কম্পিউটার । কত টাকা নিল ,কত টাকা দিল, পাসপোর্ট অফিস জানার বিষয় না। নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস এর জন্য দায়ী নয় । তবে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলি মিথ্যা ও বানোয়াট বলে অভিযুক্ত হয় । তৎকালীন উপ-পরিচালক-মোঃজামালহোসেন স্যার বদলি হয় । তাং-২০-১০-২৪ইং
তারপরই বর্তমান যোগদান করেন উপ-পরিচালক জনাব গাজী মাহমুদুল হাসান সাহেব আমাদের কি বলেন । গ্রাহকের যে কোন অভিযোগ থাকলে আমার কাছে চলে আসবেন । ইনশাআল্লাহ আমি সমাধান করে দিতে চেষ্টা করব।বেবী আক্তারের পাসপোর্টটি পাইতে স্যার সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ও গঠনমূলক যুক্তিসঙ্গত আলোচনা মাধ্যমে নিষ্পত্তি করেন ধন্যবাদ সবাইকে ।

নিবেদক

গাজী মাহামুদুল হাসান
উপ পরিচালক
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page