সাজাপ্রাপ্ত পলাতক খলিলুর কে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ৷
রিপোর্টঃ জাহাঙ্গীর আলম জামালপুরঃ-জামালপুর সদর উপজেলা নরুন্দিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ৷ গত ৩০অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ লুৎফর রহমানের দিকনির্দেশনা এ এসআই হালিম সঙ্গিও ফোর্স নিয়ে গোপালপুর বাজারে উৎপাতে থেকে ভিন্ন কায়দায় খলিলুর রহমানকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনের মামলা খলিলুর রহমানের অনুপস্থিতিতে সাজা ঘোষণা করে বিজ্ঞআদালত সাজাশোনা পর থেকেই আত্মগোপনে থাকে খলিলুর রহমান৷ ৫ আগস্ট পর থেকেই পুলিশের কার্যক্রম নীরবতাই থাকায় বিভিন্ন অপরাধীরা বাড়ি ঘরে ফিরতে শুরু করে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে আজ খলিলুর রহমান তাহার নিজ বাড়িতে আসার কথা৷ পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় পথের মধ্যে গ্রেফতার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ বৃহস্পতিবারে সাজা প্রাপ্ত আসামী খলিলুর রহমানকে কোটের সোপর্দ করে৷