ভেড়ামারায় থানায় নতুন ওসির নেতৃত্বে কর্মতৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ।
মোহন আলী স্টাফ রিপোর্টার।। কুষ্টিয়ার ভেড়ামারা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম গত ২১ ১০ ২০২৪ খ্রীঃ তারিখে অত্র থানায় যোগদান করেছেন। তার যোগদানের পর থেকেই থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তির উত্তরণ ঘটানোর জন্য তিনি সচেষ্ট হয়েছেন। সেই সাথে অপরাধ দমন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে তিনি ব্যাপক তৎপরতা প্রদর্শন করে যাচ্ছেন। আর এই ইতিবাচক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর উদ্বেগ কিছুটা হলেও কমেছে। কুষ্টিয়ার ভেড়ামারা সোনালী ব্যাংকের লেনদেনের সময় ৮৯ হাজার জাল টাকা সহ আব্দুর রাজ্জাক দোয়েল নামের এক যুবককে আটক করা হয়েছে ।
গত ২৮ তারিখে ৫০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১৯ জন আসামীসহ জিআর মামলার উল্লেখযোগ্য সংখ্যক আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী পুলিশ এক সংকট কালীন সময় পাড়ি দিচ্ছে। এমতাবস্থায় পুলিশের সক্রিয়তা খুবই কাঙ্খিত হয়ে পড়েছে। পুলিশ বাহিনীকে স্থানীয়ভাবে ভুমিকা রাখার উপযোগী করে গড়ে তুলতে নবাগত অফিসার ইনচার্জ এর পদক্ষেপ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন শান্তি প্রিয় জনগণ। সেই সাথে নবাগত অফিসার ইনচার্জ সকলের সহযোগিতা কামনা করেছেন। নিম্নে বিস্তারিত তৎপরতার বিবরণ প্রদান করা হলোঃ উদ্ধার-১। ফেন্সিডিল -৫০ বোতল। ২। ইয়াবা ট্যাবলেট-৫৫ পিচ।
৩। ট্যাপেন্টাডল ট্যাবলেট-২০ পিচ। ৪। ডিবি পরিচয় দিয়ে দস্যুতা করা ১,০৪,০০০/-টাকা। ৫। জাল টাকার মামলা ৮৯,০০০/- আসল টাকা ও ৭৬,০০০/- টাকা জাল টাকাসহ সর্বমোট ১,৬৫,০০০/- টাকা। ৬। নিয়মিত মামলার আসামী গ্রেফতার ০৯ জন। ৭। গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি-১৯ টি।