মনোহরদীতে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
নরসিংদী মনোহরদীতে সাগরদী ফাইজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৩৯ তম বার্ষিকী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৪ নভেম্বর)মাদ্রাসা চত্বরে মো:মাঈন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে ইসলামী মহা-সম্মেলন ও হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নাসির আল ফরিদী।
প্রধান বক্তা হিসেবে নসিহত পেশ করেন, আল্লামা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ্।
সম্মেলনে বক্তারা দেশ ও জাতির কল্যাণে জন্য বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন এবং সকল দ্বীনের পথে চলতে হেদায়েত মূলক পরামর্শ দেন।
দ্বিতীয় পর্বে প্রধান বক্তা হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পড়িয়ে দেন ও আখেরী মোনাজাত এর মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন।