বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদীতে বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদীর মনোহরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ নভেম্বর)উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর নেতৃত্বে উক্ত আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এড.আব্দুল হান্নান,সদস্য কামরুজ্জামান বকুল,পৌর কমিশনার শামসুন্নাহার,সাবেক কমিশনার আবুল কাশেম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম,সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ,পৌর যুবদলের সভাপতি আবদুস সামাদ বকুল,সাধারণ সম্পাদক মামুন,শ্রমিক দল সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,যুবদল যুগ্ম আহ্বায়ক শিপন,রিপন শ্রমিক দল পৌর সভাপতি মহাসিন,উপজেলা ছাত্রদল নেতা রাকিব হাসান,ইমরান রানা,আরিফ,সাকিব পৌর ছাত্রদলের স্বপন,রাকিব,রুবেল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।