স্কুল ড্রেস পড়ে এক শিক্ষাথীকে নিয়ে কোচিং করানো হচ্ছে অন্য স্কুলে৷
জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধিঃ টেবিরচড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে স্কুল ড্রেস পড়া অবস্থায় শিক্ষার্থীদের নিয়ে কোচিং করানো হচ্ছে অন্য একটি প্রাথমিক বিদ্যালয়।
জামালপুর সদর উপজেলা ৪ নং তুলসীরচর ইউনিয়নের টেবিরচড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশে ড্রেস পড়া অবস্থায় শিক্ষার্থী নিয়ে কোচিং করানো হচ্ছে রেহাই গজারিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্থানীয়রা জানান, টেবিরচড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেব আলী রেহাই গজারিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা এবং সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন ও ওই স্কুলেরই সহকারী শিক্ষক তার সহধর্মিনী সেই দাপটে তিনি টেবিরচড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী দের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোচিং করান।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক জানান,তালেব আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় ছাত্র-ছাত্রীদের তার কাছে কোচিং করানোর জন্য চাপ সৃষ্টি করেন।
সরে জমিনে গিয়ে দেখা যায়,প্রধান শিক্ষক তালেব আলী টেবিরচড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলের ড্রেস পরিয়ে তার বাড়ির পাশে রেহাই গজারিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত তিনি কোচিং পরিচালনা করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক তালেব আলীর সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, আমি এই বিদ্যালয়ের জমিদাতা এবং সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি তাই আমি এই স্কুল ব্যবহার করতে পারি কোন সমস্যা নেই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন বলেন, ড্রেস পড়া অবস্থায় এক বিদ্যালয় এর শিক্ষার্থী নিয়ে অন্য বিদ্যালয়ে কোচিং করার কোন বিধান নেই।