কেন্দুয়ায় খাল- নদী ও কৃষি রক্ষায় করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে ১০ নভেম্বর রোববার বিকেলে প্রাণপ্রকৃতি,খাল-বিল, নদী ও কৃষি রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা অনুষ্টিত হয়। ব্রহ্মপুত্র সুরক্ষা কমিটির আহ্বায়ক আবুল কালাম আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া,সাংবাদিক রাখাল বিশ্বাস প্রমুখ। সভায় কেন্দুয়া বাজার ও আশপাশের পরিবেশের সুরক্ষা ও উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দুয়া বাজারে রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কেন্দুয়া খাদ্যগুদামের পাশে থাকা পুরাতন নদীটি পরিস্কার করা হবে। কেন্দুয়া কাঁচা বাজারের দীঘির ময়লা আবর্জনা অপসারণ করে দীঘির জীবন ফিরিয়ে আনা হবে। আলোচলা সভায় ইউএনও মহোদয় কেন্দুয়া পৌরসভার বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নিয়ে আলোচনা করলেএই সময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া পৌরসভার বর্জ্য অপসারণের জন্য একটি নির্দিষ্ট জায়গা প্রদানের বিষয়ে আশ্বাস দেন। সভায় ইউএনও আরও জানান,দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ অভিযানসহ সব কার্যক্রম শুরু করা হবে। এসময় সাংবাদিক,সাহিত্যিক,মানবাধিকার কর্মী,ফেসবুক গ্রুপের সদস্য,সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।