সুজানগরের ২য় কাব ক্যাম্পুরী এর উদ্বোধন
এম এ আলিম রিপন: সুজানগরে ৩ দিন ব্যাপী ২য় কাব ক্যাম্পুরী এর উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটস এর আয়োজনে ৩ দিন ব্যাপী দ্বিতীয় কাব ক্যাম্পুরী এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান । উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস্ এর সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কাব সম্পাদক শফিউল আজম । এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস এর শিক্ষার্থীরাসহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।