কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময়
মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ- নেত্রকোনার কেন্দুয়ায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী শুক্রবার সন্ধায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়মে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। কেন্দুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, আমি ছোটবেলা থেকেই কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক দের সাথে চলাফেরা করি। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। আগামী দিনে আরও সাহসী ও সত্যের সাথে বস্তুনিষ্ঠ সংবাদিকতা করবেন এই প্রত্যাশা করি। আমি বড় নেতা হলেও আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধেও লিখবেন কোন আপত্তি নেই। সাংবাদিকরা জনগণের কল্যাণে কাজ করবেন আমি আপনাদের পাশে আছি-থাকবো। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,আশরাফ উদ্দিন ভূঁইয়া,রাখাল বিশ্বাস। অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী জসিম আহমেদ খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।