ডেমরা বাজারে আঃ কাদেরের দোকানে চুরি!!!
মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি। পাবনা ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ডেমরা বাজারে মোঃ আঃ কাদেরের মুদির দোকানের ক্যাশ বাক্স চুরি করে দোকান থেকে পালিয়ে যাওয়ার সময় চোরকে হাতে নাতে ধরা হয়। চোরের নাম মোঃ আমজাদ আলী, পিতা মোঃ আঃ কুদ্দুস, গ্রাম ডেমরা, ফরিদপুর,পাবনা। চোরকে ধরার পরে ডেমরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়। চেয়ারম্যান জনাব মোঃ জুয়েল রানা সবার সামনে চোরকে জিজ্ঞাসা বাদ করলে চোর চুরি করেছে বলে স্বীকার করেন এবং উপযুক্ত বিচার করার জন্য ডেমরা গ্রাম ও বাজারের মোঃ রবিউল ইসলাম (রবি),মোঃ শাহ আলম, মোঃ সোহেল লোদীসহ আরো অনেকে উপযুক্ত বিচার করেন।