যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।
অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী।
যে নদী নিজেকে সামলে নিতে পেরেছে তার বুকেই সভ্যতা তৈরি হয়েছে।ঠিক তেমনি তোমাকেও নদী হতে হবে,সামলে নিতে হবে নিজেকে। জীবনে চলার পথে অনেক ঝড় ঝাপটা বাঁধা বিপত্তি আসবে। শুধু তোমাকে শক্ত হয়ে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে,এ জীবনটা ১০০ মিটার রেস না,যেখানে নির্দিষ্ট দূরত্বে যেতে প্রতিযোগিতায় প্রথম হতে হবে। জীবন ম্যারাথনের দৌড়ের মতো,সেখানে কে কতদূর পৌঁছাতে পারল,কতক্ষণ টিকে থাকল সেটাই মুখ্য বিষয়। আমাদের ৬০ বছরের জীবনে ২০ বছর দেখতে দেখতে কেটে যাবে। বাকি থাকবে ৪০ বছর,আর এই ৪০ বছর তোমাকে শেখাবে বাস্তবতা কী,শেখাবে জীবনের আসল মানে। যত বড়ো হতে থাকবে বকা গুলো খোঁটা হয়ে দাঁড়াবে। প্রিয় মানুষের থেকে হৃদয় বিদারক কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। বেকারত্বের সাদা কালো রঙ গায়ে মাখতে হবে। স্বপ্ন গুলোকে নিজের হাতেই হত্যা করতে হবে। পরিবারের সুখের জন্য শরীরে ঘাম শরীরেরই শুকিয়ে দিতে হবে। এমনকি চোখ দিয়ে জল গড়ালে ধুলোর দোহাই দিয়ে চোখের জল চোখেই মুছে নিতে হবে। আর এখান থেকেই তুমি শিখবে বাস্তবতা কী,শিখবে জীবনের আসল মানে। হ্যাঁ তোমাকে নদী হতে হবে,সামলাতে হবে নিজেকেই।তুমি যদি নিজেকে সামলে নিতে পারো তাহলে সামনের দিন গুলা তোমার জন্য ভাল কিছু বয়ে আনবে।