সেনবাগের নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারী গ্রেফতার
মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী :- সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারী কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৬নভেম্বর) নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব বেগমগঞ্জ সার্কেল এর দিক-নির্দেশনায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধায়নে এসআই সনৎ বডুয়া,এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানা,সিএমপি,চট্টগ্রাম এর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। সেনবাগ থানার মামলা নং-০৯ তারিখ:১৬/০৯/২৪ এবং সেনবাগ থানার মামলা নং-০৭ তারিখ:২৩/১১/২৪ এর এজাহার নামীয় ও বিভিন্ন মামলার সন্দীগ্ধ পলাতক আসামী নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ১.আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া(৪২) এবং নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সেক্রেটারী ২.মো:নজরুল ইসলাম(৩৭) কে গ্রেফতার করা হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরও বলেন, গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।