মাঝের পড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার,মারুফা সুলতানা খান হীরামন।
(স্টাফ রিপোর্টার:-মোঃ নুরুল আলম) ১৭ ই মার্চ ২০২৫ ইংরেজি। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার কাজী হেলাল উদ্দিন মাঝেরপাড়া পয়েন্টে,প্রতি কেজি ১৫ টাকা মূল্যে কার্ড প্রতি ৩০ কেজি চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার,মারুফা সুলতানা খান হীরামনি,উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব উক্যানু মারমা, এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আগত চাউল সংগ্রহকারী ব্যক্তিবর্গের কাছে জিজ্ঞেস করেন যে চাউলের গুণগত মান ও প্রাপ্ত ওজন সম্পর্কে ধারণা উক্ত কার্যক্রমে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।