নোয়াখালী চাটখিল উপজেলার হাট পুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নের মাসুদ মাস্টারের নেতৃত্বে অবৈধভাবে জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের ভূমি দখল:
Update Time :
শনিবার, ৩ মে, ২০২৫
/
৬৮১
Time View
/
Share
চাটখিলে হাট পুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নের মাসুদ মাস্টারের নেতৃত্বে অবৈধভাবে জোরপূর্ব হিন্দু সম্প্রদায়ের মালিকানা ভূমি সম্পত্তি দখল!
বিশেষ প্রতিনিধি রিপোর্ট :- দৈনিক বাংলার মুক্তকন্ঠ:-??অদ্য সকাল ৯ টায় মাসুদ মাস্টারের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ দল গোবিন্দ চক্রবর্তী গং দের বাড়িতে জায়গা দখলসহপ্রাণে মারাৃর হুমকি অকথ্য ভাষা গালাগাল সহ মারামারি করার মত পরিবেশ তৈরি করে। এখানে উল্লেখ থাকে যে গোবিন্দ চক্রবর্তীগংরা নিরীহ শান্তি প্রিয় মানুষ। পক্ষান্তরে মাসুদ মাস্টারসহ গংরা জুলুমবাজ চাঁদাবাজ মামলা বাজ দুষ্ট প্রকৃতির লোক। এখানে আরো উল্লেখ থাকে যে গোবিন্দ চক্রবর্তী গংদের পৈত্রিক সম্পদ বন্টক নামা না করে ভুয়া জাল দলিল করে। দীর্ঘদিন থেকে জোর করে দখল করার দখলের পাঁয়তারা করে আসছে। পৈত্রিক সম্পত্তির বিষের মামলা আদালতে চলমান। আদালত সুস্থ তদন্ত সাপেক্ষে রায় দেওয়ার পরও ভিক্টিমরা অদ্যাবধি ভোগ দখল করিতে পারে নাই। আরো উল্লেখ থাকে যে মাস্টার মাস্টারসহ মামলবাজ শাহজাহান সমবদ্ধ দল আরো কয়েকবার ভিকটিমদের উপরে শারীরিকভাবে অনেক নির্যাতন করে। ভিকটিম নিরীহ ও শান্তিপ্রিয় হওয়ায় ভালো সুবিচার পায় নাই। আরো উল্লেখ থাকে যে ভিকটিম দের বাড়িতে সন্ত্রাসী দল নিয়ে লাঠি সোটা নয় সহ প্রাণে মারা হুমকি দেয় এবং পৈত্রিক সম্পদ দখল করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে থানায় একটা অভিযোগ হয়েছে উনি আশ্বস্ত করেন সুস্থ তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখবেন। ভিকটিম রা উদ্বেগ উৎকণ্টার মধ্যে দিন কাটাচ্ছে।এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছে ।।
এস.এন.এ.চৌধুরী
প্রকাশক ও সম্পাদক
০১৭১১৭৭০৩০৯/০১৮১৬৬০৫৪১৬
মোছা:-খাদিজা আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক
০১৮১৫৮০৭১৮৮
এ.বি.পলাশ
বার্তা সম্পাদক
মামুনুর রশীদ
নিউজ এডিটর
০১৯১৫১৫৮১১৩
প্রধান কার্য্যালয়
৫৪.নং রবিন টাওয়ার,পুরানা পল্টন, ঢাকা ১০০০/বাংলাদেশ।