যশোরের অভয়নগরে মনোরম পরিবেশে অভয়নগরে অগ্নিবীণা ১২৬ তম নজরুল জয়ন্তী উৎসব ‘২০২৫ পালিত হয়েছে। ২৬ মে রবিবার বেলা ১১ টায় সরকারি নওয়াপাড়া মহাবিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর ও সংসদের সিনিয়র সহ- সভাপতি এম এম নজরুল ইসলাম, অগ্নিবীণা কার্যকরী সংসদের প্রচার সম্পাদক আলী আকবার ও সাধারণ সম্পাদক ডাঃ ফজল রাব্বী সূজনের সঞ্চালনায় অগ্নিবীণা সংসদের সভাপতি নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলার এডিসি জেনারেল রাজিবুল আলম, বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব কুমার চক্রবর্তী, ঢাকা কৃষিবন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মুনজুর হোসেন ঈশা, হ্নদয়ে পতাকা ২ মার্চ’র সভাপতি- ৭১ সাংগঠনিক সম্পাদক কবি সাহানা সুলতানা, নজরুল জয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শাহ জালাল হোসেন, অগ্নিবীণা সংসদের উপদেষ্টা ডাঃ মোশাররফ হোসেন, সন্মানিত সদস্য বি এম শামসুর রহমান(জসিম), অভয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, জীবনস্রোত পত্রিকার সম্পাদক ও অভয়নগর রিপোর্টাস ক্লাবের সভাপতি ডাঃ বদরুজ্জামান, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, নওয়াপাড়া কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ।আলোচকবৃন্দ আমাদের জাতীয় জীবনে নজরুলের প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। এছাড়া উপস্থিত সকলের মধ্যে অগ্নিবীণা সংসদ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন বিতরণ করা হয় এবং উপস্থিত সন্মানীয় অতিথিসহ কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় নির্বাচিত প্রতিযোগিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।