শেখ হাসিনা নিজের দুই ব্যর্থতার জন্য দুঃখপ্রকাশ না করলে আর কখনোই তাঁর নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামীলীগ!
আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান দুই ব্যর্থতা হচ্ছে, ১.টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার পরও তিনি দেশে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি। ২.টানা ১৫ বছরেরও বেশি সময় তিনি বঙ্গবন্ধু আদর্শের দল হিসেবে আওয়ামীলীগের কোনো পরিচর্যা করেননি এবং ত্যাগী নেতাকর্মীদের অবহেলা করে হাইব্রিড-লুটেরাদের হাতে দলের নেতৃত্ব ও সুযোগ-সুবিধা তুলে দিয়েছেন। যার কারণে দেশজুড়ে আওয়ামীলীগের সাংগঠনিক ক্ষমতা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে।
শেখ হাসিনা যদি তাঁর নিজের এই দুই ব্যর্থতার জন্য দলের ত্যাগী নেতা কর্মী সমর্থক ও দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ না করেন, তবে আমি নিশ্চিত করেই বলতে পারি, তাঁর নেতৃত্বে তথা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আর কখনোই মাঠে ঘুরে দাঁড়াতে পারবে না।
প্রবীর সিকদার