 
     সার্ভিস বাংলাদেশের প্রতিনিধি দল আজ মোংলায়
সার্ভিস বাংলাদেশের প্রতিনিধি দল আজ মোংলায় 
শেখ মহিউদ্দিন মোংলা প্রতিনিধি 
 
 আজ ১৮ ই আগষ্ট, ২০২৪, রোজ রবিবার, সকাল ১১.০০ টায় মোংলা থানায় অফিসার ইনচার্জ জনাব কে এম আজিজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন।এ সময় অফিসার ইনচার্জ সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান,মোংলার তরূণদেরকে দেশত্ববোধক সচেতনতামূলক কর্মসূচীর আহবান জানান।সার্ভিস বাংলাদেশ'র অতীতের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
 সার্ভিস বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর নেতৃত্বে প্রতিনিধি ছিলেন সংগঠন এর উপদেষ্টা আবু বকর ছিদ্দিক, সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সহ- সভাপতি মোঃ আল আমিন, তথ্য সম্পাদক মাসুদ রানা রেজা,সোহেল মাহমুদ, কবি আফরোজা হীরা, বিজয় দত্ত, পরামর্শক হাসিবুর রহমান সাকিব,ইরফান হাসান,সদস্য শাকিল,চঞ্চল  প্রমূখ।