ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
রুবেল আহমেদ ব্যুরো প্রধান,সিলেট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় লাফনাউট বাজারে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে নজরুল চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।