 
     বন্যা দুর্গতদের পাশে নোয়াখালী চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদ পুলিশ সদস্য নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।
বন্যা দুর্গতদের পাশে নোয়াখালী চাটখিল থানার অফিসার ইনচার্জ এমদাদ পুলিশ সদস্য নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।   
রিপোর্টাঃ-
সৈয়দ নুর আলম বাদশা
সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ। 
বর্তমানে বাংলাদেশের কয়েকটি জেলা উপজেলায়  চলমান বন্যা পরিস্থিতিতে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর চাটখিল থানার পুলিশ।
বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আশ্রয় নিয়েছে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে, ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে নোয়াখালী চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে।
শুক্রবার ২৩শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় এসব তান সামগ্রী বিতরণ করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইমদাদুল হক। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার কর্মকর্তাগন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাটখিলের সমন্বয়কেরা।