সুজানগর পৌর বিএনপি’র পক্ষ থেকে নবাগত থানা অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা প্রদান।
এম এ আলিম রিপন,সুজানগর,পাবনা।
পাবনা জেলার সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযমকে পৌর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোমবার নতুন যোগদান কৃত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস এবং সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস । এ সময় মঞ্জু শেখ,ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাজী মনসুর, লতিফ মন্ডল, বাবু, দ্বীন ইসলাম ও ছাত্রনেতা রুবেল সহ পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ সাকিউল আযম সুজানগর কে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে জানান, আমার সর্বপ্রথম কাজ হবে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। আর এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।এ সময় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস সুজানগরের আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্ম দমনে পৌর বিএনপি’র পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।